Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মৃতব্যক্তির জন্য যে দোয়া করবেন

ডেস্ক সংবাদ

পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মানুষের জন্য একটি বিষয় নিশ্চিত, আর তা হলো মৃত্যু। মানবজীবনের এই অনিবার্য পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।
জন্মগ্রহণ মানেই মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। কবি যথার্থই বলেছেন, ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে।’ এই চিরসত্য বাস্তবতাকে মেনে নেওয়ার শিক্ষা পবিত্র কোরআন আমাদের দিয়েছে। মহান আল্লাহ তাআলা এই জীবনকে শুধু পরীক্ষা হিসেবে প্রেরণ করেছেন, যেখানে মৃত্যুই হচ্ছে পরীক্ষার অবসান এবং পরকালীন জীবনের সূচনা।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন,
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। (সুরা আল ইমরান, আয়াত : ১৮৫)
তিনি আরও বলেন, তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও। (সুরা আন নিসা, আয়াত : ৭৮)
প্রিয়জনের মৃত্যুতে মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে। এই বিচ্ছেদ-কষ্টে ব্যথিত মন থেকে তাদের জন্য কল্যাণ কামনার অনুভূতি জাগে। মৃতদের জন্য দোয়া ও মাগফিরাত করা ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নবী ইবরাহিম (আ.) দোয়া করেছিলেন,
হে আমার প্রতিপালক! যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতা ও সব ঈমানদারকে ক্ষমা করুন। (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)
নূহ (আ.)-এর দোয়া ছিল, হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন এবং আমার পিতা-মাতাকেও এবং যে ঈমান অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও। (সুরা নুহ, আয়াত : ২৮)
রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যখন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি আমল অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং ওই সুসন্তান, যে তার জন্য দোয়া করে। (মুসলিম, হাদিস : ১৬৩১)
রসুলুল্লাহ (সা.) মৃতদের জন্য যে দোয়া করতেন, তার একটি নমুনা হলো—
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وأبدله داراً خيراً من داره وأهلاً خيراً من أهله وزوجاً خيراً من زوجه، وأدخله الجنة وأعذه من عذاب القبر وعذاب النار
উচ্চারণ: আল্লাহুম্মাগ ফিরলাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়া ফু আনহু; ওয়া আকরিম নুযুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু; ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতা-ইয়া কামা ইউননাককাস সাওবুল আব ইয়াযু মিনাদদানাসি; ওয়াবদিলহু দা-রান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি; ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইজহু মিন আযাবিল কাবরি ওয়ামিন আযাবিন নার।
অর্থ: হে আল্লাহ্‌, তাকে ক্ষমা করুন এবং দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্ত করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন—যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন এবং কবর ও দোজখের আজাব থেকে রক্ষা করুন।
রাসুলুল্লাহ (সা.) কবরস্থানের লোকদের জন্য দোয়া করতেন,
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।
অর্থ: হে কবরস্থানের বাসিন্দাগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের প্রতি আল্লাহ রহম করুন। আমরাও তোমাদের পথ অনুসরণ করব।
মৃত্যু এক চিরন্তন সত্য। প্রিয়জনের মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা এবং মাগফিরাত কামনা করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটি মৃতের জন্য কল্যাণ বয়ে আনে এবং জীবিতদের হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু ও পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন।
মুফতি আবদুল্লাহ তামিম

Print
Email

সর্বশেষ সংবাদ

facebook-instagranm-20251008110329
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার
396759
বিমানবন্দরে নেমেই মৃত্যু, প্রবাসী নাজিমের জীবিত ফিরে আসা হলো না
বিমানবন্দরে নেমেই মৃত্যু, প্রবাসী নাজিমের জীবিত ফিরে আসা হলো না
8dc2f72709bb066fadf6eacac5f49ef9
সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক
সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক
indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই

সম্পর্কিত খবর