Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সেই রাতে কারিনার ভূমিকা কী ছিল? মুখ খুললেন সাইফ

ডেস্ক সংবাদ

গত ১৫ জানুয়ারি সাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া হামলার ঘটনায় এখনও হিসাবের সমীকরণ থামছে না। ভেসে আসছে নতুন নতুন তথ্য। অনেকের দাবি সেদিনকার ঘটনা ছিল সাজানো নাটক। যার নেপথ্যকারী সাইফপত্নী কারিনা নিজেই! নেটিজেনদের এসব অভিযোগের পর মুখ খুললেন অভিনেতা।
জানা যায়, ওই রাতে অজ্ঞাত এক আততায়ীর হামলায় জখম হন বলিউড নবাব। ছুরি দিয়ে ৬টি কোপ দেয়া হয় তার শরীরে। এর পরপরই সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে অপারেশন করেন চিকিৎসকরা। কিন্তু সেই রাতে কারিনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
অনেকের মতে, নিশ্চয়ই কারিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে এত কিছু ঘটল, কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি কি আদৌ বাড়িতে ছিলেন?
বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সাইফ। কারিনা সম্পর্কে অভিনেতা বলেন, সেদিন কারিনা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল। আমার পরদিন সকালে কিছু কাজ ছিল বলে আমি বাড়িতেই ছিলাম। আমি যাইনি। ও ফিরে আসার পর আমরা কিছুক্ষণ গল্প করি এবং শুয়ে পড়ি। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চিৎকার শুনতে পাই, কেউ একজন জেহর ঘরে ঢুকেছে ছুরি হাতে। টাকা চাইছে।
সাইফ বলেন, চিৎকার শুনেই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং লোকটিকে ঘর থেকে বের করার চেষ্টা করি। ধস্তাধস্তি হওয়ায় আমার পিঠে, কব্জিতে এবং ঘাড়ে আঘাত লাগে। আমি যখন হাতাহাতি করছিলাম তখন কারিনা জেহকে নিয়ে তৈমুরের ঘরে চলে যায়।
সাইফ আরও বলেন, কারিনা শুধু আমাকে নয়, বাচ্চা দুটোকেও সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে আসে। ও ভয় পাচ্ছিল, যদি ওই লোকটা বা লোকটার অন্য কোনও সঙ্গী বাড়িতে থাকে তাহলে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে। আমরা কোনওরকমে সিঁড়ি দিয়েই নিচে নামছিলাম। কারিনা ক্যাব, রিক্সা, অটোর জন্য চিৎকার করছিল। আমার পিঠে তখন অসহ্য যন্ত্রণা করছিল।
নবাবপুত্র বলেন, বেবো বাচ্চাদুটোকে তার বোনের বাড়িতে রেখে আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। বারবার পাগলের মতো সবাইকে ও ফোন করছিল, কিন্তু কেউ একবারও ফোন ধরেনি। আমি তখন বললাম, আমি ঠিক আছি। আমি মরবো না। সবশেষে একটা অটো ধরে আমরা চারজনেই হাসপাতাল পৌঁছে যাই।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলাকারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ সাইফকে ছয়বার ছুরিকাঘাত করেন। হামলার পরপরই রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারসহ পাঁচদিনের চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন সাইফ।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর