Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি

ডেস্ক সংবাদ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। এ সময় সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ও সদর থানা পুলিশ। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর দেড়টায় অবরোধ তুলে নিয়ে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।
শ্রমিকরা জানান, প্রায় ছয় হাজার শ্রমিক কর্মচারী কারখানাটিতে কর্মরত আছেন। মালিকপক্ষ যথাসময়ে বেতন ভাতা পরিশোধ না করায় গত কয়েকদিন ধরে কারখানার ভেতরে প্রতিবাদ জানিয়ে আসছেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ ২৭ শ্রমিককে চাকরি থেকে বরখাস্তসহ গত ১১ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একইসঙ্গে দুই শ্রমিককে পুলিশ গ্রেফতারও করেছে। অবিলম্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),শরীফুল ইসলাম বলেন, ‘মালিক-শ্রমিক উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। পরে মালিকপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়াসহ মামলা তুলে নেয়ার আশ্বাস দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

images (3)
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
402176
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
402148
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
2345fc5ecec973f945f688bcabb3594cd2040b9a800d5347 (1)
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
b1d80d4bc38953eb216de157ee4a3bbba6c0e8651f94a8c4
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
436a247c1e38bb782b07de754d53df7e9abbc612202c3292
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

সম্পর্কিত খবর