সকালের তাড়াহুড়োয় অনেক সময় বাবা-মায়ের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যায়, যা অজান্তেই শিশুর মনে চাপ তৈরি করে। অথচ স্কুলে যাওয়ার আগে বলা কয়েকটি কথা শিশুর সারাদিনের মানসিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলে। এই সময় বিরক্তি বা ভয় নয়, বরং ভরসা ও ভালোবাসার কথা শিশুকে করে তোলে আত্মবিশ্বাসী ও সাহসী।
বিশেষজ্ঞরা বলছেন, সকালে সন্তানের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সচেতন হওয়া খুব জরুরি। কিছু পরিচিত বাক্য ভালো উদ্দেশ্যে বলা হলেও শিশুর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এমন ১০টি কথার কথা তুলে ধরা হয়েছে, যেগুলো স্কুলে যাওয়ার আগে শিশুকে না বলাই ভালো।
১. “তাড়াতাড়ি করো, তুমি সব সময় দেরি করো”
দিনের শুরুতেই এমন কথা শিশুর মধ্যে অস্থিরতা তৈরি করে। সে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। শান্তভাবে সময়ের কথা মনে করিয়ে দিলে শিশুর মন অনেক বেশি স্থির থাকে।
২. “শিক্ষক যা বলবে, তাই করবে”
শিক্ষককে সম্মান করা জরুরি হলেও এভাবে বললে শিশুর প্রশ্ন করার সাহস কমে যায়। সম্মানের সঙ্গে নিজের মত প্রকাশ করতে শেখানোই শিশুর আত্মবিশ্বাস বাড়ায়।
৩. “আজ যেন কোনো ঝামেলা না করো”
এই কথায় স্কুল শিশুর কাছে ভয়ের জায়গা হয়ে ওঠে। ভুল করার ভয় তার শেখার আগ্রহ নষ্ট করে দেয়। বরং ভালো সিদ্ধান্ত নেওয়ার কথা বলাই বেশি ফলপ্রসূ।
৪. “ওই ফার্স্ট হওয়া ছেলেমেয়েটার মতো হতে পারো না?”
তুলনা শিশুর মনে গভীর আঘাত দেয়। সে ভাবতে শেখে, সে কখনোই যথেষ্ট ভালো নয়। প্রত্যেক শিশুর দক্ষতা আলাদা—এটা বোঝানোই সবচেয়ে জরুরি।
৫. “যা-ই হোক, ঠিকমতো আচরণ করবে”
এই কথা শুনে শিশুর মনে হয়, তার অনুভূতির মূল্য নেই। বরং তার দিন কেমন কাটতে পারে—এ নিয়ে আগ্রহ দেখালে সে খোলামেলা হতে শেখে।
৬. “অভিযোগ এলে কিন্তু দেখবে”
ভয় দেখিয়ে শাসন করলে দায়িত্ববোধ তৈরি হয় না। পরিষ্কারভাবে নিয়ম বোঝালে শিশুই নিজে ভালো-মন্দ বুঝতে শেখে।
৭. “ক্লাসে বেশি কথা বলবে না”
এই কথা কথা বলতে ভালোবাসা শিশুকে চুপ করে থাকতে শেখায়। কখন কথা বলা ঠিক, সেটা বুঝিয়ে দিলে তার যোগাযোগ দক্ষতা বাড়ে।
৮. “আজ ভালো নম্বর পেতেই হবে”
নম্বরের চাপ শেখার আনন্দ নষ্ট করে দেয়। চেষ্টা আর শেখার প্রতি উৎসাহ দিলে পড়াশোনা শিশুর কাছে আনন্দের বিষয় হয়ে ওঠে।
৯. “ওটা করলে বন্ধুরা হাসবে”
এই কথা শিশুর মনে লজ্জা ও ভয় ঢুকিয়ে দেয়। নিজের মতো হওয়াটাই যে ঠিক—এই আত্মবিশ্বাস শেখানো জরুরি।
১০. “আমি খুব ক্লান্ত, এখন কিছু শুরু কোরো না”
এই কথা শিশুকে অবহেলিত বোধ করায়। অথচ সকালে সামান্য মনোযোগই তাকে সারাদিন মানসিক শক্তি দেয়।
সব মিলিয়ে, স্কুলে যাওয়ার আগে বলা কথাগুলো ছোট মনে হলেও এর প্রভাব গভীর। একটু ভরসা, একটু ভালোবাসা আর কয়েকটি নরম বাক্যই শিশুকে করে তুলতে পারে আরও নিশ্চিন্ত, আত্মবিশ্বাসী ও সুখী।