Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

৫৮ বছর বয়সে আবার বাবা হচ্ছেন আরবাজ খান, প্রথমবার প্রকাশ্যে এলেন স্ত্রী নিয়ে

ডেস্ক সংবাদ

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক আরবাজ খান আবারও বাবা হতে চলেছেন। বয়স যখন ৫৮, ঠিক তখনই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রী সুরা খানের সঙ্গে প্রকাশ্যে এসে সন্তান আগমনের আনন্দের বার্তা দিয়েছেন এই তারকা।

আরবাজ খানের জন্মদিনের আগের রাতে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির হন তিনি। এসময় ফটোগ্রাফারদের অনুরোধে দুজনকে পোজ দিতেও দেখা যায়। শুরুতে ক্যামেরার সামনে আসতে একটু সংকোচবোধ করলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখে ফটোসেশনে অংশ নেন সুরা খান। তার শারীরিক ভাষা ও পোশাকে স্পষ্ট হয়ে ওঠে, তিনি গর্ভবতী।

অনেক দিন ধরে গুঞ্জন চলছিল—। তবে এতদিন এই বিষয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে এবার সরাসরি জনসমক্ষে এসে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন তারা।

সুরা খান একজন পেশাদার মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট। বলিউডে বিভিন্ন তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ‘পাটনা শুক্লা’ ছবির শুটিং সেটে আরবাজ খানের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। নয় মাসের প্রেমের পর ২০২৪ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর বেশ কয়েক মাস মিডিয়ার নজর এড়িয়ে ছিলেন এই দম্পতি। ব্যক্তিগত জীবনকে তারা ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন বলে জানানো হয়েছিল ঘনিষ্ঠ সূত্রে। তবে এবার সন্তান আগমনের খবরে তারা যেন নিজেই উঠে এলেন আলোচনার কেন্দ্রে।

এর আগে বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটে আরবাজ খানের। তাদের এক সন্তান রয়েছে—আরহান খান। এরপর মডেল ও অভিনেত্রী জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ালেও সে সম্পর্ক ভেঙে যায়। তারপরই জীবনে আসেন সুরা খান।

বর্তমানে আরবাজ ও সুরা দুজনই একে অপরের সঙ্গে সময় কাটাতে এবং ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে পেতে আগ্রহী। সন্তান আসার খবরে তারা দুজনেই খুব উচ্ছ্বসিত বলে জানা গেছে। বলিউডের সহকর্মী, বন্ধু এবং ভক্তরা ইতোমধ্যেই এই জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

-1 copy
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
-20260110120706
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
402101
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
Screenshot_16
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
166838
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক
166835
মোবাইলের কিস্তির ৫০০ টাকা নিয়ে অপমানের অভিযোগ, যুবকের মৃত্যু
মোবাইলের কিস্তির ৫০০ টাকা নিয়ে অপমানের অভিযোগ, যুবকের মৃত্যু

সম্পর্কিত খবর