Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নর্থইস্ট ইউনিভার্সিটিতে “Folk Wave” শিরোনামে সাংস্কৃতিক কনসার্টের আয়োজন

ডেস্ক সংবাদ

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কালচারাল ক্লাবের আয়োজনে “Folk Wave” শিরোনামে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৩:৩০ মিনিটে। শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করতেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলি, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদসহ আরও অনেকে।

ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। সংগীত ও সংস্কৃতি মানুষকে মানসিক প্রশান্তি দেয় এবং আত্মিক বিকাশে সহায়তা করে।”

প্রধান অতিথি অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে সহায়ক।”

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইভেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদুল আউয়াল সানি ও কার্যকরী কমিটির সদস্য রুবাইয়া জান্নাত শুচি। মনোমুগ্ধকর এই কনসার্টে পারফর্ম করেন ক্লাবের সদস্য জিৎ, নাফিস, দীপান্বিতা, সুমিতা, শরিফ, হৃদয়, সজীব ও পিয়াস। সংগীত পরিবেশন করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অংশুমান বর্মণ এবং সাবেক প্রেসিডেন্ট সপ্তর্ষি দেব শান।

সন্ধ্যার পর মঞ্চে আসে স্বনামধন্য ব্যান্ডদল “ঐরাবত” ও “কোয়ার্টজ”। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।

রাত ১০টা নাগাদ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ ক্লাবের সদস্যদের নিষ্ঠা, পরিশ্রম এবং সাবেক সদস্যদের সহযোগিতাকে সাধুবাদ জানান। তিনি বলেন, “এই কনসার্ট একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করা হবে।”

উপস্থিত অতিথিরা নর্থইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর