আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা আবারও আলোচনায় এসেছেন একটি বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি দাবি করেন, “গত ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, মুফতি হামজা বলছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে ১৬ বছর আজান দিতে দেয়নি জালেমরা। ছাত্রলীগের ভাইদের ঘুমের ব্যাঘাত হবে এই অজুহাতে ফজরের আজান পর্যন্ত দেওয়া হতো না। কিন্তু এবার ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল জয়লাভের পরপরদিন থেকেই আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার।”
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সমর্থন জানালেও, বিপুল সংখ্যক মানুষ এই বক্তব্যের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন।
এদিকে মুফতি হামজার এই মন্তব্যকে “মিথ্যাচার ও ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা” বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রদল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীরা হল প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন মুফতি হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
মহসিন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, “আমির হামজার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি যে দাবি করেছেন, তা মহসিন হলের শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি, হল সম্পর্কে জনগণের মনে ভুল ধারণা তৈরি করছে। এমন অসত্য বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও বলেন, “ধর্মীয় অনুভূতি নিয়ে যারা মিথ্যাচার করছে, আমরা দেশবাসীকে তাদের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। এর আগেও দেখা গেছে, হলের শতাধিক শিক্ষার্থীর জন্য শিবির বেড বরাদ্দ রয়েছে—এমন মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
মনসুর রাফি স্পষ্টভাবে বলেন, “আমির হামজাকে এই মিথ্যা বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা হল প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।”
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে, কুষ্টিয়ার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রাম থেকে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি। তবে বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং চলতি বছর দলটি তাকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে।