Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

ডেস্ক সংবাদ

সারাদেশের মতো সিলেটেও আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদারে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এ উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একটি নিরাপত্তা সমন্বয় সভা।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, “সিলেট ঐতিহ্যগতভাবে এক সম্প্রীতির নগরী। এখানে দীর্ঘদিন ধরে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। সেই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে দুর্গোৎসবকেও হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এ জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক সচেতনতা এবং নাগরিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের ঘোষণা

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা:

  • প্রতিটি উপজেলায় থাকবে বাড়তি নজরদারি।

  • গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন।

  • অতিরিক্ত পুলিশ মোতায়েন ও র‌্যাব-পুলিশের যৌথ টহল।

  • জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য কন্ট্রোল রুম ও রেসপন্স টিম প্রস্তুত রাখা।

পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুজব প্রতিরোধে সতর্কতা ও সামাজিক ভূমিকার আহ্বান

সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সবশেষে, সভায় উপস্থিত সবার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সকলে মিলে সহযোগিতা করলে সিলেটে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর দুর্গোৎসব আয়োজন সম্ভব হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

images (3)
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
402176
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
402148
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
2345fc5ecec973f945f688bcabb3594cd2040b9a800d5347 (1)
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
b1d80d4bc38953eb216de157ee4a3bbba6c0e8651f94a8c4
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
436a247c1e38bb782b07de754d53df7e9abbc612202c3292
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

সম্পর্কিত খবর