বার্মিংহামের একটি ব্যস্ত নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জড়িত সন্দেহে পরে একটি গাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৩টার দিকে ব্রিস্টল স্ট্রিটের ‘ম্যাঙ্গো নাইটক্লাবে’ এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চারজনের মধ্যে একজন পুরুষ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন—দুই পুরুষ ও একজন নারী—হালকা আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, ঘটনার কিছুক্ষণ পরেই ওয়ারউইকশায়ারের M6 মহাসড়কে একটি গাড়ি থেকে ২০ ও ৩০-এর দশকের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান পরিদর্শক মাইকেল ক্লার্ক বলেন, “বার্মিংহামের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত নাইটক্লাবে এমন ঘটনায় বহু মানুষ প্রত্যক্ষদর্শী হতে পারেন। কেউ যদি ঘটনার সময় সেখানে উপস্থিত থাকেন অথবা পাশে দিয়ে যাওয়ার সময় গাড়ির ড্যাশক্যামে কিছু ধারণ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
তিনি আরও জানান, “তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আমরা বিশ্বাস করি আরও কেউ এতে জড়িত থাকতে পারে। ক্লাবের ভেতরে তোলা কোনও ছবি বা ভিডিও থাকলে তা তদন্তে সহায়তা করতে পারে।”