Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে ভ্রমণ বিপর্যয়

ডেস্ক সংবাদ

সাইবার হামলার জেরে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিনসহ ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং সিস্টেম বিকল হয়ে পড়েছে। এর ফলে আজ সকালে আন্তর্জাতিক ভ্রমণ কার্যত বিপর্যস্ত হয়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তৃতীয় পক্ষের একটি আইটি সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং প্রযুক্তি পুরোপুরি অকার্যকর হয়ে যায়, ফলে সবকিছু হাতে লিখে পরিচালনা করতে হচ্ছে।

এই বিপর্যয়ে হাজার হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। বিমানবন্দরজুড়ে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, একের পর এক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার ফলে তাদের ফ্লাইট সূচিতে বড় ধরনের প্রভাব পড়বে।

হিথ্রো বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, “এটি আমাদের নিজস্ব প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং আমাদের প্রযুক্তি সরবরাহকারীর সিস্টেম আক্রান্ত হয়েছে।” যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে অনুরোধ জানানো হয়েছে।

কী ধরনের সাইবার হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এটিকে র‍্যানসমওয়্যার বা ডিডস (DDoS) আক্রমণ বলে সন্দেহ করছেন। তদন্ত এখনও চলমান।

এই ঘটনায় ফের সামনে উঠে এসেছে আন্তর্জাতিক ভ্রমণ অবকাঠামোর প্রযুক্তিগত দুর্বলতা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

ফলে এক অনিশ্চিত ও দুর্বিষহ সপ্তাহান্ত অপেক্ষা করছে বিশ্বজুড়ে হাজারো যাত্রীর জন্য।

Print
Email

সর্বশেষ সংবাদ

image_229520_1759773004
যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
image_229521_1759773860
সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
ak_1759591973
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
5bc4ca72-220a-4b12-9dfb-d3ed7cee66e1
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
image_229339_1759720844
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
396636
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন

সম্পর্কিত খবর