সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে স্ত্রীর হাতে প্রাণ গেল রুবেনা বেগম (৩০) নামের এক গৃহবধূর। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবেনা বেগম স্থানীয় আলী আহমদের (৩৫) স্ত্রী। ঘটনার পর ঘাতক স্বামী আলী আহমদকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল এই দম্পতির মধ্যে। শনিবার দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে আলী আহমদ ঘরের ভেতর দা দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান: “স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।”
তিনি আরও বলেন, “আলী আহমদের কিছু মানসিক সমস্যা রয়েছে বলেও তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
ঘটনার পর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ড গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পারিবারিক বিরোধ ও মানসিক স্বাস্থ্য অবহেলার পরিণতি হিসেবে এই ঘটনা নতুন করে সচেতনতা ও সহানুভূতির গুরুত্ব সামনে নিয়ে এসেছে।