ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়াই এসব দেশে বসবাসের অভিযোগে তাদেরকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ফেরত আসা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ইউরোপে বসবাস করছিলেন। তাদের অনেকেই জানান, দালালের মাধ্যমে ইউরোপে পাড়ি জমালেও বৈধ কাগজ না থাকায় কাজের সুযোগ পাননি এবং অবশেষে আইনি জটিলতায় পড়েন।
সূত্র আরও জানায়, ইউরোপে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এর আগে ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও অনুরূপভাবে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।
এই প্রত্যাবাসন কার্যক্রম ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি) অনুযায়ী পরিচালিত হচ্ছে। যদিও চুক্তিটি ২০১৭ সালে স্বাক্ষরিত হয়, এর বাস্তবায়ন শুরু হয় ২০২১ সালে।
ফেরত পাঠানো ২৯ জনের মধ্যে ১৪ জন ছিলেন গ্রিসে, বাকি ব্যক্তিরা ইতালি ও সাইপ্রাসে অবস্থান করছিলেন।