বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে পড়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডা. সাবরিনা মাজারে পৌঁছালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে ২৫ আগস্ট ডা. সাবরিনার মাজারে শ্রদ্ধা জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যায়?”
ডা. সাবরিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে:
-
করোনা পরীক্ষার নামে জালিয়াতি ও প্রতারণা,
-
সরকারি অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা,
-
ভুয়া এনআইডি তৈরি,
-
জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে অর্থ আত্মসাৎ।
দুদক অনুসন্ধানে দেখা যায়, মাত্র তিন মাসে তার পরিচালিত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে করোনা টেস্ট বাবদ ১ কোটি ১৬ লাখ টাকারও বেশি জমা পড়ে।