বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।
তামিম সরাসরি উপস্থিত না থাকলেও, বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে স্পষ্ট করেছেন এই মনোনয়ন গ্রহণের মাধ্যমে।
এছাড়া দিনভর আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ক্যাটাগরি-বি (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে মনোনয়ন নেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি-সি (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে ফর্ম নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নিয়েছেন রাহাত শামস।
নির্বাচন কাঠামো সংক্ষেপে:
-
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): ৭১ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন।
-
ক্যাটাগরি-২ (ক্লাব): ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।
-
ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা): ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।
-
এনএসসি মনোনীত: ২ জন পরিচালক।
মূলত ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহের কথা থাকলেও, ভোটার তালিকা চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা কমিয়ে আনা হয় একদিনেই — ২৭ সেপ্টেম্বর, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।