নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ ও সর্বোচ্চ মর্যাদার ইবাদত। অনেক সময় দেখা যায়, নামাজের জন্য ব্যবহৃত জায়নামাজে কাবা শরিফ, মসজিদে নববী বা বায়তুল মুকাদ্দাসের ছবি আঁকা থাকে। এতে অনেকের মনে প্রশ্ন জাগে— এমন জায়নামাজে নামাজ আদায় করা জায়েজ কি না এবং ভুল করে ওই ছবির ওপর পা পড়ে গেলে গোনাহ হবে কি?
এ বিষয়ে মত দিয়েছেন তরুণ আলেম ও জামিয়া ইকরার ফাজিল মুফতি মোহাম্মদ ইয়াহইয়া শহিদ কালবেলা।
তিনি বলেন,
“কাবা ইসলামের একটি পবিত্র নিদর্শন। ইসলামের নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা মুসলমানদের জন্য একটি দায়িত্ব।”
আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন:
‘আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম।’ (সুরা হজ: ৩০)
✅ কাবার ছবি থাকলে জায়নামাজে নামাজ আদায় করা জায়েজ কি?
✔️ হ্যাঁ, জায়েজ।
যদি কাবা বা মসজিদে নববীর ছবি নামাজে মনোযোগে ব্যাঘাত না ঘটায় এবং ভক্তি-ভাবনায় ছেদ না পড়ে, তাহলে সে জায়নামাজে নামাজ পড়া বৈধ। তবে এটি সাদামাটা ও ছবিমুক্ত হলে বেশি উত্তম।
❌ ছবির উপর অনিচ্ছাকৃতভাবে পা পড়লে বা বসলে গোনাহ হবে কি?
🔸 না, গোনাহ হবে না।
তবে এটা শিষ্টাচারবিরুদ্ধ এবং মুসলিম সমাজে দৃষ্টিকটু হিসেবে বিবেচিত হতে পারে। এজন্য যতটা সম্ভব ছবির ওপর পা না দেওয়াই শ্রেয়।
⚠️ মনোযোগে ব্যাঘাত ঘটালে…?
যদি ছবির কারণে নামাজে মনোসংযোগ নষ্ট হয়, মন বিচলিত হয় বা খুশু-খুজু কমে যায়— তাহলে সে জায়নামাজ ব্যবহার মাকরুহ (অপছন্দনীয়) হবে।
🌍 ভিন্ন ধর্মাবলম্বীদের ভুল ধারণা এড়াতে
বিভিন্ন ধর্মের মানুষ এমন ছবি দেখে ভুলভাবে মনে করতে পারে মুসলমানরা এসব ছবি উপাসনা করে। তাই দাওয়াতি দৃষ্টিকোণ থেকেও ছবিমুক্ত, সাধারণ জায়নামাজ ব্যবহার করা উত্তম।