পেশাদার হিসাববিদদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তরুণ প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তোলা এবং সমাজে অ্যাকাউন্টিং পেশার গুরুত্ব তুলে ধরতে পূর্ব লন্ডনের দ্য অস্ট্রিয়াম মিলনায়তনে প্রথমবারের মতো উদযাপিত হলো “ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে”।
দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৭ সেপ্টেম্বর, শনিবার। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হওয়া এ দিবসে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল কেক কাটার আয়োজন, স্মরণিকা প্রকাশ, বক্তৃতা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মো. ইফতেখারুল ইসলাম চৌধুরী, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য সুরাইয়া খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মো. আজীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভরদ্বাজ অ্যান্ড কোং-এর অশোক কুমার ভরদ্বাজ, নেস্ট পেনশন প্রোভাইডার-এর অ্যান্ডি ওল্ডেকর, টাইড ব্যাংকের বিজনেস রিলেশন ম্যানেজার আক্তার, অলিম্পিয়া ফাইন্যান্সের আহসান সরকার, রউফ অ্যান্ড কোং-এর মাহমুদ রউফ, ইপসাম অ্যাকাউন্ট্যান্টস-এর ডিরেক্টর ইকবাল চৌধুরী, বিসিএ-এর সেক্রেটারি জেনারেল মিতু চৌধুরী, এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্টের আরিফ হোসাইন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আগত উদ্যোক্তা মোহাম্মদ কলিম।
এছাড়াও বক্তব্য রাখেন স্মরণিকা সম্পাদক মো. খসরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য আলী আশরাফ চৌধুরী ও হোসাইন আল মামুন।
দিবসটি উপলক্ষে আয়োজকরা জানান, প্রতি বছর সেপ্টেম্বরের শেষ শনিবার দিনটি যুক্তরাজ্যে “ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্টস ডে” হিসেবে পালিত হবে। এই আয়োজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং সমাজে তাঁদের অবদান স্মরণ করিয়ে দেবে।