যুক্তরাজ্যে স্থায়ী বসবাস (পার্মানেন্ট রেসিডেন্সি) সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। নতুন নিয়মে আবেদনকারীদের সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান প্রমাণ করতে হবে—এমনটাই উঠে এসেছে খবরে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রস্তাব তুলে ধরবেন বলে জানা গেছে।
কী থাকছে নতুন নিয়মে:
-
সমাজ ও অর্থনীতিতে অবদান রাখতে হবে।
-
ফৌজদারি অপরাধে জড়িত না থাকা।
-
সরকারি সুবিধার উপর নির্ভর না করা।
-
উচ্চমানের ইংরেজি ভাষাজ্ঞান থাকতে হবে।
-
স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড থাকতে হবে।
বর্তমানে পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসের পর অধিকাংশ অভিবাসী ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। তবে সরকার এই নিয়মগুলো আরও কঠোর করার চিন্তা করছে। এ নিয়ে চলতি বছরের শেষ নাগাদ পরামর্শ প্রক্রিয়া শুরু করা হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট:
বিশ্লেষকরা বলছেন, অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে-এর জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টি এ ধরনের অবস্থান নিচ্ছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করে নবায়নযোগ্য পাঁচ বছরের কাজের ভিসা চালুর প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসনের নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করে দেবে।
তথ্যসূত্র: রয়টার্স