পূর্ব আফ্রিকার মাদাগাস্কার দেশ জেনারেশন-জেড (জেন-জি) তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। এই অস্থিরতা ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভাঙার ঘোষণা দিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরা।
রাজোয়েলিনা বলেন, সরকার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে এবং এজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চান। বিদ্যুৎ ও পানি সংকট এবং তরুণদের হতাশা থেকে এই আন্দোলন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন ‘জেন-জি’ আন্দোলন বিদ্যুৎ ও পানির ঘাটতির বিরুদ্ধে শুরু হলেও তা দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে রাবার বুলেট ও প্রাণঘাতী গুলিও ব্যবহার করেছে।
তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ গুজব বলে অস্বীকার করেছে এবং দায়িত্বশীলদের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছে।