সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) আশাবাদ ব্যক্ত করে বলেছেন, “আমি স্বপ্ন দেখি, একদিন সিলেটসহ দেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে।” আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
বুধবার (১ অক্টোবর) দুপুরে এসএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই সময় উদ্বোধন করা হয় “GenieA” নামের একটি মোবাইল অ্যাপ, যা সাধারণ নাগরিকদের জন্য জরুরি সময়ে পুলিশের সহায়তা পাওয়া সহজতর করবে।
কমিশনার জানান, GenieA অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি থানায় যোগাযোগ করতে পারবেন। অ্যাপে থাকা SOS বাটন চাপলেই সংশ্লিষ্ট থানা তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।
প্রাথমিকভাবে আগামী ১৬ অক্টোবর মোগলাবাজার থানায় অ্যাপটির ব্যবহার শুরু হবে। এক মাসের মধ্যে এটি সিলেট মহানগরীর সব থানায় চালু করার পরিকল্পনা রয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডযোগ্য।
GenieA অ্যাপের মাধ্যমে নাগরিকরা জিডি, মামলা, আইনগত পরামর্শ, যানজট তথ্য, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা—সবকিছু এক জায়গায় পাবেন।
নগরবাসীর নিরাপত্তা জোরদারে সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানান কমিশনার। পুরো শহরকে নজরদারির আওতায় আনা হবে এবং এআই-ভিত্তিক বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে অপরাধ প্রতিরোধ করা হবে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কমিশনার কুদ্দুছ চৌধুরী বলেন, “আমরা শুধু প্রযুক্তি নয়, পুলিশের আচরণগত পরিবর্তনেও কাজ করছি। জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। আমি চাই, আমাদের পুলিশ একদিন লন্ডন পুলিশের মতোই আধুনিক ও সেবামুখী হবে।”
তিনি আরও বলেন, মোবাইল চুরি বর্তমানে একটি বড় সমস্যা হলেও, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং অপরাধীদের ধরতে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যদিও আগের মতো নির্দিষ্ট সময়সূচি অনুসারে অভিযান না হলেও, সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।