যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে দুইটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) রাতের এ দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হলেও কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দুইজন ক্রু আঘাত পেয়েছেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।
দুটি বিমানই ডেল্টা এয়ারলাইন্সের। জানা গেছে, নর্থ ক্যারোলাইনা থেকে আসা ফ্লাইট ৫১৫৫ অবতরণের সময় রানওয়েতে থাকা ফ্লাইট ৫০৪৭-এ ধাক্কা দেয়, যা ভার্জিনিয়ার রাওনোক শহরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিতে ছিল।
সংঘর্ষে এক বিমানের ককপিটের জানালা ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে একজন কেবিন ক্রু আহত হন এবং আরেক অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাদের অবস্থা গুরুতর নয় এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কার গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।