সিলেট নগরীতে যানজট কমানো ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩০টি নির্ধারিত সিএনজি ও লেগুনা স্ট্যান্ডে নির্দেশনাবার্তা সংবলিত বোর্ড স্থাপন করছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান রয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত। প্রতিটি স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশনা বোর্ড লাগানো হচ্ছে, যেখানে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১৫টি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া নগরীর অন্য কোথাও সিএনজি বা লেগুনা পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ি রাখা হচ্ছে। কোথাও ৫টির জায়গায় ২৫-৩০টি গাড়ি, আবার কোথাও ১৫টির স্থলে ৫০টির বেশি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার বলেন, “প্রথমে মালিক ও শ্রমিকদের সচেতন করা হচ্ছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, “সিএনজি ও লেগুনার মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর বোর্ড লাগানো হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সিসিক ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকে কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নাগরিকদের মতে, নিয়ম মানাতে বাস্তবায়নের কড়াকড়ি জরুরি।