Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইউকে বাংলা লাইভ ইউনাইটেডসহ সকল টিমের স্কোয়াড ঘোষণা

ডেস্ক সংবাদ

আগামী ৫ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ । টুর্নামেন্টকে সামনে রেখে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মোঃ জুবায়েরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন ট্রেজারার সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা সংস্থা লন্ডন স্পোটিফের কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ ।
উল্লেখ্য, এলবিপিসি ফুটবল টুর্নামেন্টে এবার ৬টি টিম অংশগ্রহণ করছে । টিমগুলো হচ্ছে, ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। উপস্থিত সবার সামনে লটারি মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। গ্রুপ এ তে খেলবে বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ ইউনাইটেড । গ্রুপ বিতে খেলবে দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মহাম্যাডান এসসি।
গ্রুপ পর্বের প্রথম খেলায় পিচ ওয়ানে ‘বাংলা কাগজ’ খেলবে ‘ওয়ান বাংলার সাথে, ইউকে বাংলা লাইভ খেলবে বাংলা কাগজের সাথে এবং ওয়ানবাংলা খেলবে ইউকে বাংলার সাথে।
পিচ টুতে চ্যানেল এস খেলবে মোহামেডান এসসি’র সাথে, দেশ-পত্রিকা ইউনাইটেড খেলবে চ্যানেল এস এর সাথে এবং মোহামেডান এসসি খেলবে দেশ-পত্রিকা ইউনাইটেড এর সাথে।
লটারীর মাধ্যমে টিমগুলোর জার্সি কালার নির্ধারণ করে দেয়া হয়েছে । বাংলা কাগজ পেয়েছে বেগুনী, ওয়ানবাংলা নীল, মোহামেডান এসসি সবুজ, দেশ-পত্রিকা ইউনাইটেড লাল এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড সাদা ।
খেলার নিয়ম-কানুন তুলে ধরেন লন্ডন বাংলা স্পোটিফের ফুটবল কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ। সবশেষে প্রেসিডেন্ট মোঃ জুবায়ের এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ফুটবল টিমের সদস্য ও ক্লাব সদস্যদেরকে তাঁদের পরিবার-পরিজন নিয়ে রোববার স্টেপনী গ্রীন ফুটবল মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করতে আহবান জানান ।

প্রীতি ম্যাচের জন্য ইউকে বাংলা লাইভ ইউনাইটেডের স্কোয়াড
আকরাম, টিম কেপ্টেইন: রুহুল, সাদিক, বেলাল, জোবায়ের, শাহিন, সাজিদ রানা, আফজাল, ভাইস কেপ্টেইন সুমন, রানা হামিদ, মামুন, আনিস, অভি, খালেদ,
টিম ম্যানেজার: জান্নাতুল ফেরদৌস তুলি, টিম মেন্টর: আকবর মোহাম্মদ হোসাইন।

বাংলা কাগজ ফুটবল টিমে রিয়াদ আহাদ, জয়নাল ইসলাম ক্যাপ্টেন, লোকমান কাজী ভাইস ক্যাপ্টেন, আহমেদ কবির, শাহিদুর রহমান, জাফর নিয়াজ, শালিম উদ্দিন, মিজানুর রহমান, জিয়াউর রহমান, খালেদ আহমেদ, শাহাদাত উদ্দিন। ম্যানেজার, আমিরুল ইসলাম, অসিত ম্যানেজার, এমদাদুল হক প্রশিক্ষক, শিপন আহমেদ অসিত।

দেশ পত্রিকা ইউনাইটেডে উদয় শংকর দাস টিম মেন্টর, মোহাম্মদ বেলাল আহমেদ টিমের মালিক, তয়সির মাহমুদ টিমের মালিক, শাহনাজ সুলতানা টিম ম্যানেজার, এমাদ চৌধুরী, কালিন চৌধুরী, বাতিরুল হক শোরদার, আলী বেবুল, শাহ শামীম, আবু রহমান, আবু সাঈদ চৌধুরী সাদী, আবদুল হামিদ টিপু, সুমসুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুল হাসান, আবু তাহের রহমান। রেজভী, অপু রায়, হাসনাথ চৌধুরী

চ্যানেল এস ফুটবল টিমে এনাম চৌধুরী, মারুফ আহমেদ, ইব্রাহিম খলিল, ওয়ালেদ বিন খালেদ (অধিনায়ক), বাহার উদ্দিন (সহ-অধিনায়ক), হালিমুজ্জামাজ ইভান, মোঃ আতিকুর রহমান, মিল্টন রহমান, সরোয়ার হোসেন, তাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ জুবায়ের, মনির উদ্দিন, মোঃ রেজাউল করিম মৃধা (ব্যবস্থাপক), মোঃ ওফাজ্জল ভূঁইয়া (ম্যানেজার)।

Print
Email

সর্বশেষ সংবাদ

image_229521_1759773860
সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
ak_1759591973
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
5bc4ca72-220a-4b12-9dfb-d3ed7cee66e1
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
image_229339_1759720844
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
396636
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন
sddefault
কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন
কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন

সম্পর্কিত খবর