সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আখড়াগলি থেকে ছয়জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর মাওলানার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ওসমানীনগরের শেরপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), সিলেট নগরীর চৌকিদেখী এলাকার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগরের কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫) এবং এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা মাওলানার কলোনিতে জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবারই আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।