Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পালাতে গিয়ে ৪তলার এসি ইউনিটে আটকা

ডেস্ক সংবাদ

চাঁদপুরের হাজীগঞ্জে চারতলা ভবনের এসির আউটডোর ইউনিটে আটকে পড়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরসভার টোরাগড় এলাকায় এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ১০ বছর বয়সী শিশুটির নাম মো. রায়হান। সে স্থানীয় আল ইহসান হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার ভবনের চারতলায় ঝুলন্ত এসি ইউনিটে একটি শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মা মাহমুদা বেগম এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করে।

ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতা জড়ো হয়ে উদ্ধার দৃশ্য প্রত্যক্ষ করেন এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সাড়া দেওয়ার প্রশংসা করেন।

রায়হানের মা জানান, “আমার ছেলে পবিত্র কোরআনের ১৮ পারা মুখস্থ করেছে। আগেও একবার অন্য একটি মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। আজও পালাতে গিয়ে নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে পড়ে।”

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, “রায়হানকে মাত্র দুই দিন আগে ভর্তি করা হয়েছে। আজ সে পালানোর চেষ্টা করলে ভবনের চারতলায় গিয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে যায়।”

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, “আমরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে দিয়েছি। তবে সে কীভাবে সেখানে উঠেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।”

তিনি বলেন, “আবাসিক মাদ্রাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সতর্ক থাকা দরকার।”

স্থানীয়দের তোলা ভিডিও ও ছবিতে দেখা গেছে, শিশুটি বেশ কিছুক্ষণ ধরে চারতলার একটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ছিল। সামান্য ভারসাম্য হারালেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর