Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পালাতে গিয়ে ৪তলার এসি ইউনিটে আটকা

ডেস্ক সংবাদ

চাঁদপুরের হাজীগঞ্জে চারতলা ভবনের এসির আউটডোর ইউনিটে আটকে পড়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরসভার টোরাগড় এলাকায় এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ১০ বছর বয়সী শিশুটির নাম মো. রায়হান। সে স্থানীয় আল ইহসান হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার ভবনের চারতলায় ঝুলন্ত এসি ইউনিটে একটি শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মা মাহমুদা বেগম এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করে।

ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতা জড়ো হয়ে উদ্ধার দৃশ্য প্রত্যক্ষ করেন এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সাড়া দেওয়ার প্রশংসা করেন।

রায়হানের মা জানান, “আমার ছেলে পবিত্র কোরআনের ১৮ পারা মুখস্থ করেছে। আগেও একবার অন্য একটি মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। আজও পালাতে গিয়ে নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে পড়ে।”

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, “রায়হানকে মাত্র দুই দিন আগে ভর্তি করা হয়েছে। আজ সে পালানোর চেষ্টা করলে ভবনের চারতলায় গিয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে যায়।”

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, “আমরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে দিয়েছি। তবে সে কীভাবে সেখানে উঠেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।”

তিনি বলেন, “আবাসিক মাদ্রাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সতর্ক থাকা দরকার।”

স্থানীয়দের তোলা ভিডিও ও ছবিতে দেখা গেছে, শিশুটি বেশ কিছুক্ষণ ধরে চারতলার একটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ছিল। সামান্য ভারসাম্য হারালেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Print
Email

সর্বশেষ সংবাদ

ak_1759591973
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের
5bc4ca72-220a-4b12-9dfb-d3ed7cee66e1
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
image_229339_1759720844
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ
396636
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন
নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন
sddefault
কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন
কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন
396639
সিলেটে গ্রেফতার যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ
সিলেটে গ্রেফতার যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ

সম্পর্কিত খবর