২০১৭ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। লুপাস রোগের জটিলতায় কিডনি প্রতিস্থাপন ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী, অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা, যিনি নিঃসংকোচে একটি কিডনি দান করেন সেলেনাকে।
কিন্তু সম্প্রতি সেলেনার বিয়েতে ফ্রান্সিয়ার অনুপস্থিতি ভক্তদের চোখে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সেলেনা ও বেনি ব্ল্যাংকোর বিয়েতে অতিথি তালিকায় ফ্রান্সিয়ার নাম ছিল না। এই ঘটনায় হতাশ হয়ে ফ্রান্সিয়া সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
তার পোস্টে লেখা ছিল, “আমি কখনও ভাবিনি, এমন কিছু ঘটবে। সবাই সেখানে ছিল, শুধু সেই মানুষটি না, যে তার জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়েছিল। এটা হৃদয়বিদারক।”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। অনেকেই সেলেনার নীরবতা ও তার এই আচরণে ক্ষুব্ধ। কেউ কেউ একে ‘অকৃতজ্ঞতা’ বলেও আখ্যা দিয়েছেন।
তবে এখনো সেলেনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এতে আরও বাড়ছে জল্পনা-কল্পনা—সত্যিই কি তাদের বন্ধুত্বে চিড় ধরেছে?
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সেলেনা গোমেজ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক, সংগীত প্রযোজক বেনি ব্ল্যাংকোকে। হলিউডের এই তারকা জুটির বিয়ের ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হলেও, তাদের জীবনের একটি প্রাক্তন ও গুরুত্বপূর্ণ অধ্যায় এখন আলোচনার কেন্দ্রে।