আসন্ন হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় জাতীয় দলের অনুশীলন শুরুতে অংশ নিতে পারেননি তিনি। তবে ক্লাবের ম্যাচ শেষে আজ তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন।
৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর দ্বিতীয় লেগে ১৪ অক্টোবর খেলতে যাবে হংকংয়ে। এখন পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ টেবিলের তিন নম্বরে। হংকং ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সমান পয়েন্টে সিঙ্গাপুর গোল ব্যবধানে শীর্ষে আছে। ভারতের অবস্থান সবার নিচে, তাদেরও পয়েন্ট ১।
গত ৪ অক্টোবর লেস্টার সিটির হয়ে স্কোয়াডে থাকলেও ম্যাচে মাঠে নামেননি হামজা। তার দল ৩-১ গোলে জয় পেয়েছে সোয়ানসি সিটির বিপক্ষে। ক্লাব দায়িত্ব শেষ করে জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি। এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল এই মিডফিল্ডারের। জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়ে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট।
বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও দলে যোগ দেননি। কানাডার একটি লিগে খেলা শমিত আগামীকাল দেশে আসবেন বলে জানা গেছে। তার অভিষেক হয় গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।