লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৫ সালের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে তুমুল আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে। খেলার উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ান বাংলা ইউনাইটেড দল। রানার্স আপ হয়েছে চ্যানেল এস টিম।
উভয় দলের প্রতি আন্তরিক অভিনন্দন রইল। এছাড়া টুর্নামেন্টে অংশ নেয়া অন্য চারটি দলকেও বিশেষ ধন্যবাদ, যারা টুর্নামেন্টকে পরিপূর্ণ ও সাফল্যমণ্ডিত করেছে।
সবচেয়ে আনন্দের বিষয় ছিলো, প্রেস ক্লাবের শতাধিক সদস্য দুপুরে স্টেপনী গ্রীন মাঠে ফুটবল উপভোগ করতে এসেছিলেন, আর দিন শেষে তাদের আনন্দ-উৎসব অনেকগুণ বেড়ে বাড়ি ফিরেছেন। সেই আনন্দ, হাসি ও উচ্ছ্বাস টিকে থাকুক আগামী টুর্নামেন্ট পর্যন্ত।
কমিউনিটির পরিচিত মুখগুলোও মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি প্রেরণা ও উৎসাহ দিয়েছে।
সবাইকে আন্তরিক শুভকামনা রইল—আগামী বছর আরও বড় উদ্দ্যম ও আনন্দের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশায়।