সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ২৭৯টি ভারতীয় গবাদিপশু (গরু ও মহিষ) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবি ব্যাটালিয়নের এ অভিযানকে সীমান্তে তাদের ইতিহাসের সবচেয়ে বড় গবাদিপশু আটক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আটক গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ অক্টোবর বুধবার রাতভর সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা ও গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
অভিযানে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় গরু ও লাফার্জ সীমান্ত এলাকা থেকে ৪২টি মহিষ আটক করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, গরুগুলোর আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং মহিষগুলোর মূল্য প্রায় ১ কোটি টাকা।
সহকারী কমিশনার ওমর ফারুক জানান, “টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসা গরু ও মহিষ আটক করা হয়েছে। চোরাচালান দমনে আমাদের অভিযান চলমান থাকবে।”
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত গবাদিপশুগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এগুলো কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।
এই অভিযান সীমান্তে চোরাচালান রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত কঠোর অবস্থানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।