নেত্রকোণার মদন উপজেলায় হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মদন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোণা আদালতে হাজির করা হয়।
ফাহাদ উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা পরিবারসহ দীর্ঘদিন ধরে মদন বাজার এলাকায় বসবাস করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহাদ “বঙ্গ টাইমস” নামে একটি ফেসবুক আইডি পরিচালনা করতেন। তিনি নিজেকে ওই আইডির সম্পাদক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন সময় সাংবাদিক নিয়োগ সংক্রান্ত পোস্টও দিতেন।
সম্প্রতি ওই ফেসবুক আইডি থেকে হিন্দু ধর্মের এক দেবতার ছবি বাথরুমে ফেলতে এবং তাতে হারপিক ঢেলে ভিডিও প্রকাশের ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মঙ্গলবার মদন থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে ফাহাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, “ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”