২০২৬ সালের হজে গমনেচ্ছুদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, হজ নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণযোগ্য হবে। তবে, ভিসা প্রক্রিয়ার সময়—অর্থাৎ পিআইডি (Pre-approval ID) ইস্যুর আগে—পাসপোর্টের মেয়াদ অবশ্যই নবায়ন করে হালনাগাদ করতে হবে। অন্যথায়, ভিসা ইস্যু সম্ভব হবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও নিবন্ধনকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।