Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (স্থানীয় সময়) রাত ৮টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন।

আলোচনায় তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাম্প্রতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অগ্রগতির প্রেক্ষাপটে মৌলিক সাংবাদিকতার ভবিষ্যৎ নির্ধারণ করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন সস্তা ও মনোযোগ-নির্ভর সংবাদ তৈরির প্রতিযোগিতা এড়িয়ে, নির্ভুল ও মানসম্মত তথ্য পরিবেশনে আরও বেশি দায়িত্বশীল হন। তার মতে, তথ্যের আধিক্যের মাঝেও পাঠক বা দর্শক সত্যিকারের সংবাদ চিনে নিতে সক্ষম।

সভায় লন্ডনের প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মিডিয়ার পরিবর্তনশীল ধারা, নাগরিক সাংবাদিকতার উত্থান এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। আনোয়ার আল দীন তার বক্তব্যে আরও বলেন, প্রযুক্তি যেমন সংবাদ পৌঁছাতে সময় কমিয়ে এনেছে, তেমনি তথ্য যাচাই ও নির্ভুলতা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ভবিষ্যতের সংবাদ পরিবেশন আরও বেশি ডেটা-নির্ভর ও তাৎক্ষণিক হবে বলে তিনি মত প্রকাশ করেন। তবে তিনি এটাও বলেন, বর্তমানে তথ্য অনুসন্ধান আগের চেয়ে অনেক সহজ, এবং সামান্য প্রচেষ্টায় পাওয়া যায় বিস্তর তথ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম, সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন।

আলোচনা সভা শেষে আনোয়ার আল দীনকে লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ অন্যান্য কর্মকর্তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

Rickshaw_driver
ঢাকা-৮ মনোনয়ন নিলেন ভাইরাল রিকশা চালক সুজন
ঢাকা-৮ মনোনয়ন নিলেন ভাইরাল রিকশা চালক সুজন
1763650097-55945465c6deb5b85377b28a416f95a3 (1)
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখপাত্র হলেন সিলেটের খালেদ
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখপাত্র হলেন সিলেটের খালেদ
Screenshot_4
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সিলেটের জোড়া গৌরব: শীর্ষ দুই পদে সামী ও খালেদ
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সিলেটের জোড়া গৌরব: শীর্ষ দুই পদে সামী ও খালেদ
WhatsApp Image 2025-11-20 at 3.51.04 PM
আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার
আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার
WhatsApp Image 2025-11-20 at 7.09.00 PM
ব্রিটিশ বাংলাদেশি হুজ হু ২০২৫–এ সেরা সম্মাননা পেলেন আব্দুস সামাদ
ব্রিটিশ বাংলাদেশি হুজ হু ২০২৫–এ সেরা সম্মাননা পেলেন আব্দুস সামাদ
Screenshot_3
মক্কায় প্রবাসীদের সভা: সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবি জোরালো
মক্কায় প্রবাসীদের সভা: সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থীর দাবি জোরালো

সম্পর্কিত খবর