Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

ডেস্ক সংবাদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে তার দফতরে মতবিনিময় করেছেন।
বুধবার এই মতবিনিময় মেয়র লুৎফর রহমান বলেন,‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা এওয়ার্ড বিজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে আমি লন্ডনে স্বাগত জানাই।’
মেয়র আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আরও সুসংহত হবে।
মেয়র আরও বলেন, ‘বাংলাদেশে সাধারণ মানুষের মৌলিক অধিকার—যেমন স্বাধীনভাবে মত প্রকাশ, আইন ও বিচার, শিক্ষা ও চিকিৎসা—কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় বা বৈষম্যের শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
একই সাথে তিনি চীন ও ভারতের মতো বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদ হিসেবে কাজে লাগানোর উপর জোর দেন।
সাংবাদিক আনোয়ার আলদীন বৃটেনে বাংলাদেশি কমিউনিটির রাজধানীখ্যাত টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুৎফর রহমানের সাথে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ নির্বাচিত মেয়র হিসেবে লুৎফর রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাহী মেয়র — যা যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, যার অর্থনৈতিক মূল্য প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড এবং জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। তিনি প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্ব দেন।
এই এলাকায় যেমন রয়েছে আধুনিক বিজনেস সিটি ক্যানারী ওয়াফ, তেমনি রয়েছে বাংলা টাউন এবং টাওয়ার অব লন্ডন-এর মতো ঐতিহাসিক স্থাপনা, যা লন্ডনের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর গত তিন বছরে মেয়র লুৎফর বেশ কয়েকটি উদ্ভাবনী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন — যার কিছু যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হয়েছে এবং জাতীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে তিনি নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীনকে এ সময় আরও শুভেচ্ছা জানান নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, মেয়র অফিসের মিডিয়া প্রধান জর্জি রবার্টসন ও পলিসি এডভাজার সান হেনরি এবং অন্যান্য কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তরুণ উদ্যোক্তা এবং প্রভাষক ড. মোঃ আতাউর রহমান, কমিউনিটি নেতা বাপ্পী হোসেন প্রমুখ ।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর