রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী
-
সাফায়েত হোসেন শুভ
-
শাহরিয়ার অপু
-
সজিব
-
সৌরভ
-
নাজমুজ সাকিব
-
রোহান সরকার রোহান
-
জিহাদ
এছাড়া ১৩তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। রাত সাড়ে ১০টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে স্লোগান দিতে থাকেন।
রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠকে বসেন। রাত ৩টায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান: “আমরা জিরো টলারেন্স নীতিতে চলছি। বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কার মানেই বহিষ্কার—এখানে কোনো সেমিস্টার নেই। বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে হলে এসব কিটকে বিদায় জানাতেই হবে।”
ঘটনার গভীর তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যা বিস্তারিত ঘটনা তুলে ধরে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে।