Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী সিদ্দিক

ডেস্ক সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। তার নতুন বিয়েকে ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিশেষ করে তনির বর্তমান স্বামী মো. সিদ্দিকের আগের সংসারের সন্তানদের ছবি শেয়ার করে অনেকেই মত প্রকাশ করছেন, কেউ কেউ দায় দিচ্ছেন তনিকে সংসার ভাঙার জন্য।

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সিদ্দিক। সোমবার (১৩ অক্টোবর) দেওয়া সেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তনি নিজেও।

সিদ্দিক লিখেছেন, “গতকাল আমি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছি যে তনি এখন আমার স্ত্রী। এরপর থেকেই আমাদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে কিছু বিষয় পরিষ্কার করা জরুরি মনে করছি। অনেকেই এমন সব বিষয়ে মন্তব্য করছেন, যেগুলোর আসল তথ্য তারা জানেন না।”

তিনি আরও বলেন, “আমার অতীত, প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের অনেকে টেনে আনছেন। কিন্তু তারা নাবালক এবং তাদের এ ধরনের আলোচনার অংশ হওয়া অনুচিত। ২০১৯ সালে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে, তখন থেকে আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই আলাদা হয়ে নিজের জীবন নিয়ে এগিয়ে গেছেন। আমার সন্তানেরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের শান্তি ও গোপনীয়তা রক্ষা করা সবার দায়িত্ব।”

তনি ও তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে আইনসিদ্ধভাবে নতুন জীবন শুরু করেছেন উল্লেখ করে সিদ্দিক বলেন, “আমি ও তনি—দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। তনি একজন বিধবা, আর আমরা কারও মর্যাদাহানি করিনি বা কোনো আইন লঙ্ঘন করিনি। আমরা শুধু আমাদের ভালোবাসার পথ বেছে নিয়েছি, যা সবার সম্মান করা উচিত।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আসুন নেতিবাচকতা নয়, ইতিবাচকতাকে প্রাধান্য দিই। যারা আমাদের পাশে আছেন ও ব্যক্তিগত জীবনকে সম্মান করছেন—তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লেখেন, “না জেনে না বুঝে যারা শিশুদের এসব বিষয়ে টেনে আনেন, সেটা খুবই দুঃখজনক। আমাকে নিয়ে পোস্ট বা নিউজ করলে সমস্যা নেই, তাতে আমার আইডিতে ফলোয়ার বাড়ে!”

এর আগে ১৩ অক্টোবর রাতে নিজের জন্মদিন উপলক্ষে স্ত্রী তনির সঙ্গে ছবি শেয়ার করে সিদ্দিক লেখেন, “আরও একটি বছর পার হয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

জবাবে তনি লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো একজন বিশেষ মানুষের জন্য বছরে একটি দিন যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে তনিকে নানা ট্রলের মুখে পড়তে হয়েছিল, বিশেষ করে ফেসবুক লাইভে আসার সময়।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর