কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত রিপন মিয়া প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও হেনস্তার অভিযোগও তুলেছেন তিনি।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন রিপন।
পোস্টে রিপন লিখেছেন, “আমি রিপন মিয়া, ২০১৬ সাল থেকে আপনাদের ভালোবাসায় এগিয়ে এসেছি। এই সময়ের মধ্যে কারও কোনো ক্ষতি করিনি। সবসময় অন্য কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা করেছি।
এখন যখন মানুষের ভালোবাসা বাড়ছে, তখন কেউ আমার পেজ হ্যাক করতে চাইছে, কেউ আবার টিভি ইন্টারভিউ না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
তিনি আরও জানান, “আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে আসেন। তারা কোনো অনুমতি ছাড়াই আমার পরিবারকে ভিডিও করতে থাকেন, ক্যামেরা লুকিয়ে প্রশ্ন করেন, এমনকি ঘরে মহিলা সদস্য থাকা সত্ত্বেও অনুমতি না নিয়েই ঘরে ঢুকে পড়েন।”
রিপন মিয়া লিখেছেন, তিনি নিজে অশিক্ষিত, পরিবারও শিক্ষিত নয়—তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। তবুও পরিবারের সদস্যদের দিয়ে কনটেন্ট বানিয়ে অর্থ আয় করতে চাননি বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমি চাইলে টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। যারা এ কাজ করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন।”
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রিপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। তার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে। ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার যাত্রা শুরু। ‘হাই আই এম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’—এমন সংলাপভিত্তিক ভিডিওর মাধ্যমে তিনি ভাইরাল হয়ে ওঠেন।