Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লুটনে ইউকেবিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের উদ্বোধন

ডেস্ক সংবাদ

উদ্যোক্তাদের প্রাণবন্ত মিলনমেলা, ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্তের প্রত্যাশা

যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (UKBCCI)-এর ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে লুটনের ক্রিসেন্ট হলে এক জমকালো আয়োজনের মাধ্যমে। সোমবার সন্ধ্যার এই অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের মিলনমেলায়, যেখানে উপস্থিত ছিলেন দেড় শতাধিক উদ্যোক্তা, বিশিষ্টজন ও গণ্যমান্য অতিথিরা।

Photo: Zubair Khan Shelim

সন্ধ্যা সাড়ে পাঁচটায় অতিথিদের আগমন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ভিডিও বার্তায় অতিথিদের শুভেচ্ছা জানান এবং নতুন রিজিয়নের সাফল্য কামনা করেন।

ইভেন্টের স্বাগত বক্তব্যে ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল বলেন, “ইউকেবিসিসিআই কেবল একটি ব্যবসায়িক সংগঠন নয়; এটি প্রবাসী উদ্যোক্তাদের ঐক্যের প্রতীক। আমাদের লক্ষ্য হলো ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।”

তিনি দায়িত্ব প্রদানের জন্য ইউকেবিসিসিআই কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

Photo: Zubair Khan Shelim

অনুষ্ঠানে নবনির্বাচিত ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট ড. এম. জি. মওলা মিয়া এমবিই-কে শুভেচ্ছা জানান জামাল উদ্দিন মকদ্দুস, ফয়সল আহমেদ ও সিদ্দিকুর রহমান জয়নাল। এ সময় সম্প্রতি সিআইপি নির্বাচিত হওয়া শেফ অনলাইন-এর সিইও মুনিম সালিক-কেও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল খালিক জামাল, মিডল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, এবং লন্ডন রিজিয়নের কনভেনর কামরু আলী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম, এছাড়াও উপস্থিত ছিলেন BPBF চেয়ারম্যান রিয়াজ জামান, বিশিষ্ট শিক্ষাবিদ নাজিয়া খানম ওবিই, S&Co Accountancy’র ম্যানেজিং ডিরেক্টর সালিম আহমেদ, ফাইন্যান্স ও প্রপার্টি বিশেষজ্ঞ জ্যাগ হির, এবং লুটনের ডেপুটি মেয়র শাহানারা নাসের

মূল বক্তব্যে ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট ড. এম. জি. মওলা মিয়া বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তারা শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বব্যাপী সফলভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ইউকেবিসিসিআই রিজিওনাল কমিটির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

Photo: Zubair Khan Shelim

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি এবং ক্রিসেন্ট হলের পরিচালক আজাদ আলী। এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ, যেখানে আমন্ত্রিতরা উপভোগ করেন সংগীত, খাবার ও সৌহার্দ্যের এক চমৎকার সন্ধ্যা।

অনুষ্ঠানে নবগঠিত রিজিওনাল কমিটির পরিচিতি তুলে ধরা হয়:

  • সিদ্দিকুর রহমান জয়নাল – প্রেসিডেন্ট

  • শারিয়ার আহমেদ – ভাইস প্রেসিডেন্ট

  • সাহিন উদ্দিন – জেনারেল সেক্রেটারি

  • হুমায়ুন রাশিদ – ট্রেজারার

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকে জানান, লুটনের এই আয়োজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে এবং ইউকেবিসিসিআই-এর কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে তারা আশাবাদী।

Print
Email

সর্বশেষ সংবাদ

efcdb5f673da0e6d86d6e753471d9cd0f22054734f8f33a7
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
images (3)
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
401955
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
images (2)
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
401949
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
401945
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

সম্পর্কিত খবর