চট্টগ্রামের বাঁশখালীতে মাত্র ৫ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে বিক্রির ঘটনা ঘটেছে। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে কেনার কথা স্বীকার করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। পরে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) দুপুরে বাঁশখালীর বাসিন্দা রিদুয়ান নামের এক ব্যক্তি পরিচিতির সুযোগ নিয়ে শিশুটিকে তার বাবার কাছ থেকে ‘ঘুরে আনার’ নাম করে কোলে নেয় এবং সেখান থেকে উধাও হয়ে যায়। মোবাইলে একাধিকবার ফোন করলেও রিদুয়ান আর সাড়া দেয়নি, পরে ফোনটিও বন্ধ পাওয়া যায়।
শিশুটির বাবা বাঁশখালী থানায় অপহরণ মামলা দায়ের করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে পুলিশ। উদ্ধার অভিযানে গিয়ে শিশুটিকে পাওয়া যায় চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকার বাসিন্দা রোবাইদা সুলতানা তানজুর বাড়িতে।
গ্রেপ্তারকৃত তানজু হলেন ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। তিনি পুলিশকে জানিয়েছেন, শিশুটিকে তিনি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহরণকারী রিদুয়ান শিশুটিকে বিক্রি করে পালিয়েছে। সে এখনও পলাতক রয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, “গ্রেপ্তার নারী জিজ্ঞাসাবাদে শিশুটিকে কেনার কথা স্বীকার করেছেন। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং আসামি তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, শিশু পাচার ও মানবপাচার প্রতিরোধে এই ঘটনার গভীর তদন্ত চলছে এবং পলাতক রিদুয়ানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।