সিলেটের মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত মাইশা জ্যোতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অভিযোগ উঠেছে, সিলেট জেলা ছাত্রদলের সহ–সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মোরশেদের সাথে মাইশা জ্যোতির সম্পর্কের গুজব ও কুৎসা রটিয়ে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে একটি অপরাধচক্র।
সম্প্রতি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেইক আইডি থেকে ছাত্রদল নেত্রী জ্যোতি এবং ছাত্রদল নেতা মোরশেদের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদের জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে। এতে ছাত্রীর পরিবার, সহপাঠী ও স্থানীয় ছাত্ররাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ছাত্রদল নেত্রী জ্যোতি বলেন, আমি চরম মানসিক কষ্টে আছি। আমার ছবি বিকৃত করে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ঘৃণ্য।
জ্যোতি জানান, আমি পড়ালেখার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজকর্মে নিজেকে সম্পৃক্ত রাখি, সেই সাথে একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় বিভিন্নজনের সাথে কথা বলতে হয়। কোন এক অদৃশ্য শত্রু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় করতে এই জঘন্য কাজটি করছে।
তিনি জানান আমি দ্রুতই অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে মন্তব্য জানতে ছাত্রদল নেতা মোরশেদকে একাধিকবার কল দিলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
তথ্য অনুসন্ধানে জানা যায় সিলেট প্রতিদিন নামে একটি ফেইসবুক পেইজ থেকে সবশেষ ১২ অক্টোবর জ্যোতি এবং মোরশেদের ছবি ব্যবহার করে বিভিন্ন কুরুচিপূর্ণ-বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পোস্ট করা হয়েছে।এর আগেও ভিন্ন ভিন্ন ফেইক আইডিতে উভয়কে নিয়ে একাধিকবার উদ্যেশপ্রনোধিত কুৎসিত পোস্ট করা হয়।
তবে সিলেট প্রতিদিন নামক আইডিতে এখনো দৃশ্যমান রয়েছে পোস্টগুলো।