যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি নতুন একটি অভিবাসন নীতিমালা ঘোষণা করেছে, যার আওতায় শিক্ষার্থীরা সরাসরি ‘ইনোভেটর ফাউন্ডার রুট’-এ আবেদন করে মাত্র তিন বছরেই স্থায়ীভাবে বসবাসের (ILR) সুযোগ পাবেন। এ নীতিমালা কার্যকর হবে ২৫ নভেম্বর ২০২৫ থেকে।
নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা গবেষণা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে এই রুটে আবেদন করতে পারবেন। তবে এজন্য তাদের পরিকল্পনাটি অবশ্যই যুক্তরাজ্যের অনুমোদিত কোনো এন্ডোর্সিং সংস্থার স্বীকৃতি পেতে হবে।
আগের মতো ৫০ হাজার পাউন্ড বিনিয়োগের বাধ্যবাধকতা থাকছে না। বরং গুরুত্ব দেওয়া হবে ব্যবসার বাস্তবতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনায়।
এই রুটে অনুমোদিত হলে আবেদনকারী প্রথমে তিন বছর যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ করলে এরপর তিনি স্থায়ী বসবাসের (Indefinite Leave to Remain – ILR) জন্য আবেদন করতে পারবেন, যা নাগরিকত্বের পথ উন্মুক্ত করে।
উদ্যোক্তারা তাদের পরিবার—স্বামী/স্ত্রী ও সন্তানদেরও সঙ্গে নিতে পারবেন। পরিবার সদস্যরা সেখানে পূর্ণ সময় পড়াশোনা ও কাজের সুযোগ পাবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ যুক্তরাজ্যের অর্থনীতি, গবেষণা ও উদ্ভাবন খাতে নতুন গতি আনবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের মাঝে এর প্রভাব উল্লেখযোগ্য হতে পারে, যারা উচ্চশিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে যান।
ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্টার্টআপ পরামর্শ ও সহায়তা কার্যক্রম চালু করেছে, যাতে তারা সফলভাবে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে পারেন।
নতুন এই নিয়ম যুক্তরাজ্যকে বিশ্বব্যাপী উদ্ভাবন ও মেধাবী উদ্যোক্তাদের গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।