Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাতে দরজা খোলেননি মা, ভোরে গলিতে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

ডেস্ক সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর রোডে মেডিবাংলা হাসপাতালের পাশের গলিতে কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনের মাধ্যমে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান জানান, হিমু মীরহাজীরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করত। তার বাবার নাম মিন্টু মিয়া। সে কোনো পেশায় জড়িত ছিল না এবং মাদকাসক্ত ছিল। কয়েকবার রিহ্যাবে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

হাসান খান আরও জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। রাত আনুমানিক ২টার দিকে সে বাসায় ফেরে। কিন্তু গভীর রাতে ফেরায় মা রেখা বেগম রাগ করে দরজা খোলেননি। সকালে খবর পাই, নবীনগর রোডে তার মরদেহ পড়ে আছে।”

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, “মরদেহের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

তবে তিনি আরও জানান, ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরা ছিঁড়ে ফেলা হয়েছে, যা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_6
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
Screenshot_4
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
6db0b68a-01d1-462f-a056-b5595f024dca
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
probashi-768x445
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
Screenshot_3
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
Screenshot_2
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

সম্পর্কিত খবর