স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে ই-গেট চালু করা হবে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরে ই-গেটগুলো ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব ই-গেট চালু হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা সহজেই ই-গেট ব্যবহার করে প্রবেশ করতে পারবেন।
রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মান জানিয়ে তিনি বলেন, এখন থেকে তাদের পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের মতো সমান হবে।
তিনি আরও বলেন, “আমরা শুধু বলি তারা রেমিট্যান্স যোদ্ধা, কিন্তু তারা যে সম্মান পাওয়ার যোগ্য, সেটা সবসময় পায় না। তাই তাদের জন্য পাসপোর্ট ফি কমিয়ে দেওয়া হবে।”
কতটা ফি কমানো হবে, সে বিষয়ে তিনি জানান, ভিন্ন ভিন্ন দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা নির্ধারণ করা হবে।
প্রবাসীরা যেন ভ্রমণের সময় ভালো সেবা পান, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানের ভাড়া কমানো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও এটি একটি বাণিজ্যিক বিষয়, তবে যতটা সম্ভব সুবিধা দেওয়ার চেষ্টা থাকবে।
তিনি জানান, “ডিসেম্বরের মধ্যেই সব প্রবাসীদের ই-পাসপোর্ট সরবরাহ করা হবে, যাতে তারা বিমানবন্দরে দ্রুত ও আধুনিক সুবিধা পান।”