কিশোরগঞ্জ শহরে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে এক করুণ আহ্বান—একটি কুকুর হারিয়ে গেছে। গায়ের রঙ কালো, গলায় সাদা পশমের বৃত্ত, গলায় ছিল একটি বেল্ট। কোনো হৃদয়বান ব্যক্তি দেখে থাকলে অনুরোধ করা হচ্ছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করতে।
এই কুকুরের নাম ‘কালু’। সাধারণ কুকুর হলেও মালিকের কাছে সে শুধু একটি পোষ্য নয়, বরং পরিবারের একজন সদস্য। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদার গত চার বছর ধরে নিজের সন্তানের মতো কালুকে লালন-পালন করে আসছেন। তার ভালোবাসা ও সম্পর্কের গভীরতা এমন যে, প্রিয় কুকুর নিখোঁজ হওয়ার পর শহরজুড়ে মাইকিং করছেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কালু। প্রতিদিনের মতো ওইদিনও তিনি কালুকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কালুকে আর খুঁজে পাননি।
অনুকূল কান্তি তরফদার বলেন, “কালু শুধু কুকুর নয়, আমার পরিবারেরই একজন। ওর সঙ্গে আমার প্রতিদিনের সঙ্গ ছিল, হাঁটাহাঁটি, খাওয়াদাওয়া, আদর-স্নেহ—সব কিছুতেই। এখন ও নেই, পরিবারে যেন শূন্যতা নেমে এসেছে।”
তিনি আরও জানান, কালু খুবই শান্ত স্বভাবের এবং মানুষকে সহজেই বিশ্বাস করে। হয়তো সে পথ হারিয়ে ফেলেছে, কিংবা কারও আশ্রয়ে আছে। তাই সবার প্রতি তার অনুরোধ—যদি কেউ কালুকে দেখে থাকেন, দয়া করে জানিয়ে দিন।
এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কুকুর নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।