সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবরী নদী থেকে একটি পরিত্যক্ত রাইফেল, একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসল করতে নামা এক কিশোরের পায়ে ধাতব কিছু ঠেকে। পরে সেটি পানি থেকে তুলে রাইফেল বলে শনাক্ত করা হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নদীর পাড় থেকে রাইফেলসহ ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “অস্ত্রটি মুক্তিযুদ্ধকালীন সময়ের কিনা, তা তদন্তের পর বলা যাবে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বর্তমানে থানায় সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।