চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও দখলে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর কোতোয়ালি থানার আওতাধীন জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। উক্ত কার্যালয়টি আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল তরুণ ভবনের সামনে ভাঙচুর চালাচ্ছেন এবং দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙা হয়। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফ মঈনউদ্দিন ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।
ঘটনার সময় সেখানে আনুমানিক ৪০-৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে তথ্য ছিল, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কার্যালয়টি ব্যবহার করে রাতের বেলায় অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছিল। তাই আমরা সেখানে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করি। কার্যালয়ের ভেতরে সভার প্রস্তুতির আলামত পাওয়া গেছে।”
তিনি আরও দাবি করেন, “প্রায় এক বছর আগেও আমরা এখানে এসেছিলাম এবং তখন শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছিল। এরপর কিছুদিন কার্যালয়টি বন্ধ ছিল। আজ আমরা আবার প্রবেশ করেছি। ভবনটির কার্যক্রম দুদিন পর্যবেক্ষণ করা হবে।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”
দোস্ত বিল্ডিং চট্টগ্রামের একটি পুরনো ও গুরুত্বপূর্ণ ভবন, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। এ ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।