Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ান জেলার পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত ৩৭ বছর বয়সি বাংলাদেশি শ্রমিক সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। কাজে দেরি করে পৌঁছানোর কারণে তার সঙ্গে ৪২ বছর বয়সি এক স্থানীয় সহকর্মীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই স্থানীয় ব্যক্তি তাকে বকাঝকা করেন এবং পরবর্তীতে দুজনের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতের গলায় ফাঁসের দাগ ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি একটি একতলা ইটের বাড়ি, যেখানে মোট সাতজন নির্মাণ শ্রমিক বসবাস করতেন—এর মধ্যে দুইজন মালয়েশিয়ান এবং পাঁচজন বাংলাদেশি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে ছুরি এনে তাকে আঘাতের চেষ্টা করেন। তখন অভিযুক্ত কাছাকাছি থাকা একটি তারের রিল থেকে তার টেনে এনে বাংলাদেশির গলায় ফাঁস দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে ঘটনাটি জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত তারের রিল, একটি ছুরি এবং একটি লোহার রড জব্দ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজন মালয়েশিয়ান ও চারজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ সুপার মোহাম্মদ হামিজি জানান, মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্তাধীন রয়েছে এবং আটকদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

6db0b68a-01d1-462f-a056-b5595f024dca
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
বিশ্বজুড়ে দর্শকের আস্থায় ইউকে বাংলা লাইভ নিউজ
probashi-768x445
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ
Screenshot_3
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম
Screenshot_2
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি
Screenshot_5
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকাল
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকাল
91c6d9e3d6d7480ba03656f7a985f3336a82092adf0f8d86
সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, দুই প্যানেলের মধ্যে হাতাহাতি
সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, দুই প্যানেলের মধ্যে হাতাহাতি

সম্পর্কিত খবর