Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ান জেলার পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত ৩৭ বছর বয়সি বাংলাদেশি শ্রমিক সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। কাজে দেরি করে পৌঁছানোর কারণে তার সঙ্গে ৪২ বছর বয়সি এক স্থানীয় সহকর্মীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই স্থানীয় ব্যক্তি তাকে বকাঝকা করেন এবং পরবর্তীতে দুজনের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতের গলায় ফাঁসের দাগ ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি একটি একতলা ইটের বাড়ি, যেখানে মোট সাতজন নির্মাণ শ্রমিক বসবাস করতেন—এর মধ্যে দুইজন মালয়েশিয়ান এবং পাঁচজন বাংলাদেশি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে ছুরি এনে তাকে আঘাতের চেষ্টা করেন। তখন অভিযুক্ত কাছাকাছি থাকা একটি তারের রিল থেকে তার টেনে এনে বাংলাদেশির গলায় ফাঁস দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে ঘটনাটি জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত তারের রিল, একটি ছুরি এবং একটি লোহার রড জব্দ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজন মালয়েশিয়ান ও চারজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ সুপার মোহাম্মদ হামিজি জানান, মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্তাধীন রয়েছে এবং আটকদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর