Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২৫ দিনের বন্ধুত্বে মার্কিন নাগরিক ছুটে এলেন বাংলাদেশে

ডেস্ক সংবাদ

বন্ধুত্বের টানে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক তেরি পারসন। নাটোরের গুরুদাসপুর উপজেলার এক রাজমিস্ত্রির সঙ্গে মাত্র ২৫ দিনের ফেসবুক বন্ধুত্বেই তিনি চলে এসেছেন বাংলাদেশে। এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়; বিদেশি বন্ধুকে দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের বাসিন্দা সেতু মোল্লা পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক। ফাঁকে ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। প্রায় এক মাস আগে তার একটি ভিডিওতে লাইক দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। সেখান থেকেই শুরু হয় নিয়মিত কথোপকথন— ধীরে ধীরে গড়ে ওঠে আন্তরিক বন্ধুত্ব।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তেরি পারসন। সেখানে গিয়ে বন্ধুকে বরণ করে নেন সেতু মোল্লা। এরপর তাকে সঙ্গে নিয়ে গ্রামে ফেরেন এবং নিজের চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় পুরো গ্রাম ঘুরে দেখান।
গ্রামের মানুষ এমন দৃশ্য আগে দেখেননি— সবাই মিলে ছবি তুলছেন, গল্প করছেন, আর বিদেশি অতিথিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকায়।

তেরি পারসন বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ অবিশ্বাস্যভাবে আন্তরিক ও অতিথিপরায়ণ। বিশেষ করে গ্রামের শিশুদের সঙ্গে সময় কাটানোটা ভীষণ উপভোগ করছি।”

তিনি আরও জানান, স্থানীয় খাবার— মুরগির মাংস, চা ও কফি— তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
তার ভাষায়, “আমেরিকায় জীবন অনেক যান্ত্রিক, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে সুখে থাকে— এটাই সবচেয়ে সুন্দর।”

জানা গেছে, তেরি পারসন বাংলাদেশে আরও ১১ দিন অবস্থান করবেন। দেশে ফেরার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ছয় মাস পর আবারও ফিরে আসবেন।
তিনি বলেন, “আমি আমার বন্ধুদের বলব— বাংলাদেশ ভ্রমণের জন্য সত্যিই এক অসাধারণ দেশ।”

বন্ধুত্বের এই গল্প এখন নাটোরবাসীর মুখে মুখে। সবাই বলছেন— “মন চাইলে দূরত্ব বাধা হয় না।” মাত্র ২৫ দিনের পরিচয়ে গড়ে ওঠা এ বন্ধুত্ব আবারও প্রমাণ করল, মানবিক সম্পর্কই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন।

Print
Email

সর্বশেষ সংবাদ

91c6d9e3d6d7480ba03656f7a985f3336a82092adf0f8d86
সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, দুই প্যানেলের মধ্যে হাতাহাতি
সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, দুই প্যানেলের মধ্যে হাতাহাতি
Screenshot_4
ইলিশের রাজ্যে এবার ঝাঁকে ঝাঁকে পাঙাশ
ইলিশের রাজ্যে এবার ঝাঁকে ঝাঁকে পাঙাশ
Screenshot_4
ইলিশের রাজ্যে এবার ঝাঁকে ঝাঁকে পাঙাশ
ইলিশের রাজ্যে এবার ঝাঁকে ঝাঁকে পাঙাশ
p4drribabina-1760184885
ফের স্ত্রীর ফেসবুক পোস্টে আলোচনায় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান
ফের স্ত্রীর ফেসবুক পোস্টে আলোচনায় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান
Screenshot_3
হোটেল থেকে জায়নামাজ চুরি, আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী
হোটেল থেকে জায়নামাজ চুরি, আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী
Screenshot_2
আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সম্পর্কিত খবর