ইসলামবিদ্বেষী হামলার উদ্বেগজনক বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাজ্যজুড়ে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারগুলোর নিরাপত্তা জোরদারে সরকার অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন সম্প্রতি ইস্ট সাসেক্সের পিসহেভেন মসজিদে অগ্নিসংযোগ হামলার পর।
সরকারি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ইসলামবিদ্বেষমূলক অপরাধ ১৯% বেড়েছে, যার মধ্যে ৪৪% অপরাধ মুসলিমদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।
পিসহেভেন মসজিদ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “ব্রিটেন একটি সহনশীল ও বহুমাত্রিক দেশ। যে কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ আমাদের জাতি ও মূল্যবোধের ওপর আঘাত। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে প্রয়োজনীয় সুরক্ষা দেবে।”
এই তহবিলের অর্থ দিয়ে সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া স্থাপন এবং প্রহরী নিয়োগসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ মসজিদগুলোতে।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ঘটনাটিকে “ভয়াবহ অপরাধ” আখ্যা দিয়ে বলেন, “ধর্মীয় উপাসনার স্বাধীনতা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কেউ যেন ভয় বা সহিংসতার আতঙ্কে নামাজ আদায় করতে না হয়।”
অগ্নিসংযোগ হামলার ঘটনায় দুইজনকে আটক করা হলেও এখনো কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। ঘটনাটি ঘৃণাপ্রসূত অপরাধ হিসেবে তদন্তাধীন রয়েছে।
প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষিত নতুন বরাদ্দটি যুক্তরাজ্যের বিদ্যমান ‘Protective Security for Mosques Scheme’-এর সম্প্রসারণ। চলতি বছর ইতোমধ্যেই এই প্রকল্পের আওতায় ২৯.৪ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে মুসলিম প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে।
ব্রিটিশ মুসলিম ট্রাস্টের চেয়ার আকিলা আহমেদ বলেন, “এই অতিরিক্ত সহায়তা এখন অত্যন্ত প্রয়োজনীয়। অনেক মুসলমান আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ তাদের মসজিদগুলো ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।”