ভারতের একটি ট্রেনে দুই নারীকে কেন্দ্র করে চুলোচুলির ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ট্রেনের ভেতর প্রবল হট্টগোল ও বিশৃঙ্খলা চলছে। কামরার ভেতরে কয়েকজন যাত্রী দুই তরুণীর চুল ধরে টানাটানি করছেন, আর এ সময় অন্যান্য যাত্রীরা চিৎকার-চেঁচামেচিতে যুক্ত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সূত্রপাত হয় বার্থ (উপরের আসন) দখল নিয়ে। ভিডিওতে দেখা গেছে, উপরের বার্থে বসা দুই তরুণীকে কয়েকজন যাত্রী নিচে নামানোর চেষ্টা করছেন। এ সময় এক ব্যক্তি শিশু কোলে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সংঘর্ষ থামেনি।
প্রায় ১০ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই লাখের বেশি ভিউ পায়। এতে ৩ হাজারের বেশি লাইক ও অসংখ্য মন্তব্য জমা পড়ে।
ভিডিওতে উল্লেখ রয়েছে, ঘটনাটি ভারতের বিহারগামী একটি ট্রেনে ঘটেছে। তবে কোন ট্রেনে, কবে বা কোথায় ঘটনাটি ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
অনেক নেটিজেন এই ঘটনায় রেল প্রশাসনের নিরাপত্তা ঘাটতি ও যাত্রীদের অসভ্য আচরণের তীব্র সমালোচনা করেছেন।






