সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে তার জানাজা শেষে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালেহা বেগম সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। এলাকাবাসীর কাছে তিনি ‘ছালে পাগলি’ নামেই পরিচিত ছিলেন। বহু বছর ধরে শহরের রায়পুর ১ নম্বর মিলগেট এলাকার পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একা থাকতেন এবং ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন।
সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল, পরে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যানসার শনাক্ত করেন।
গত ৯ অক্টোবর সালেহা বেগমের পরিত্যক্ত কোয়ার্টার থেকে দুই বস্তা টাকা উদ্ধার করে স্থানীয়রা। প্রায় পাঁচ ঘণ্টা গণনা শেষে পাওয়া যায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। দুই দিন পর আরও এক বস্তা টাকা পাওয়া যায়, সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।
তার মেয়ে স্বপ্না খাতুন জানান, “মা একটু পাগলাটে ছিলেন। যেখানেই যা পেতেন, পোটলা করে রেখে দিতেন। কখনো খরচ করতেন না।”
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন, “সালেহা বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মারা গেছেন, আজ সকালে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়ত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।”






