পাঁচ শতাব্দী পর নতুন ইতিহাস রচনা করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও পোপ লিও।
ভ্যাটিকান সিটির বিখ্যাত সিস্টিন চ্যাপেলে তারা একসঙ্গে প্রার্থনায় অংশ নেন—১৫৩৪ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজা ও পোপ একই আসনে বসে প্রার্থনা করলেন।
প্রার্থনার সময় রাজা চার্লস বসেছিলেন পোপের পাশে, চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল লাতিন ও ইংরেজি স্তবগান।
এ সময় পোপ লিও রাজা চার্লসকে সম্মানসূচক ‘রয়্যাল কনফ্রাটার’ উপাধি প্রদান করেন এবং ভবিষ্যতের ব্রিটিশ রাজাদের জন্য বিশেষ আসন নির্ধারণের ঘোষণা দেন।
বিশেষজ্ঞদের মতে, এই ঐতিহাসিক মুহূর্ত শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি ক্যাথলিক ও অ্যাংলিকান চার্চের সম্পর্কের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের বরফ গলানোর প্রতীক, যা একসময় কল্পনাতীত ছিল।